ছত্তীসগঢ়ে চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এর আগে সোমবারই আইইডি-বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগঢ়। সোমবার বিকালে ছত্তীসগঢ়ের কানকের জালায় আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে বিএসএফ-এর এক জওয়ান-সহ ২ ভোটকর্মী জখম হয়েছেন।পুলিশের দাবি, এটা মাও-হামলা। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে কানকের জেলার ছোটেবেটিয়া থানা এলাকায় ভোটকর্মীদের পোলিং বুথে যাওয়ার সময়ই আইইডি বিস্ফোরণটি ঘটে। বিএসএফ ও জেলা পুলিশ বাহিনী রীতিমতো পাহারা দিয়ে ভোটকর্মীদের ছোটেবেটিয়া থানা থেকে ক্যাম্প মারবেদা ও রেনাগাঘাটি রেনাগগোন্ডি বুথে নিয়ে যাচ্ছিলেন। দলে মোট চারটি বুথের ভোটকর্মীরা ছিলেন। আচমকা আইইডি বিস্ফোরণে বিএসএফ-এর এক কনস্টেবল-সহ ২ ভোটকর্মী আহত হন। প্রকাশ চাঁদ নামে ওই বিএসএফ কনস্টেবলের পায়ে আঘাত লাগে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ছত্তীসগঢ়ে দ্বিতীয় দফার ভোট ১৭ নভেম্বর। এর মধ্যে আইআইডি বিস্ফোরণে ভোটকর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রশ্ন উঠেছে, ভোটের আগে ফের মাওবাদীরা মাথাচাড়া দিয়ে উঠল কেন? আজ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।