সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি। যার জেরে মৃত্যু হয়েছে তিনজনের, আহত হয়েছেন অন্তত নয় জন। জানা গিয়েছে, মৃতরা সকলেই পান সুপারির ব্যবসায়ী। ঘটনাটি হাওড়ার সলপ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেচেদা থেকে পান কিনে এক দল ব্যবসায়ী গাড়িতে করে কলকাতার দিকে আসছিলেন। সেই গাড়ি জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। গাড়িটির চাকা ফেটে গিয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার ফলেই রাস্তার উপর উল্টে যায় গাড়িটি। তাতে প্রচুর পরিমাণে পান এবং সুপারি ছিল। রাস্তায় সে সব ছড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১২ জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে পান এবং সুপারি কিনে কলকাতায় বিক্রি করেন। সপ্তাহে অন্তত তিন দিন মেচেদার পাইকারি বাজার থেকে কলকাতা পর্যন্ত যাতায়াত করেন তাঁরা। পান, সুপারি কিনে গাড়িতে করে কলকাতার নাগেরবাজার, শ্যামবাজার-সহ বিভিন্ন এলাকার বড় বাজারে তা সরবরাহ করে থাকেন। এদিনও তেমনি যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।