নিজের স্ত্রীকে কুপিয়ে এবং গাড়ি চাপা দিয়ে হত্যা! মর্মান্তিক এই ঘটনায় দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল ফ্লোরিডার আদালত। তিন বছর আগে অর্থাৎ ২০২০ সালে ১৭ বার কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি। এমনকী গাড়ির চাকায় স্ত্রীকে পিষে দেন তিনি। ওই মামলাতেই ফ্লোরিডার আদালত এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ফিলিপ ম্যাথু। আদতে কেরলের বাসিন্দা। কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। সেখানেই তার স্ত্রীকে খুন করার অভিযোগ। মৃত ভারতীয় মহিলার নাম মেরিন জয়। পেশায় একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। ২০২০ সালে ফ্লোরিডার একটি হাসপাতালে পার্কিং লটে কোনও একটি বিষয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন ওই ভারতীয় দম্পতি। এই সময় পকেট থেকে ছুরি বের করে ফিলিপ ম্যাথিউ স্ত্রী জয়-কে কোপাতে শুরু করে। মোট ১৭বার ছুরিকাঘাত করেছিল সে। এরপর স্ত্রীকে গাড়িতে পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাটি দেখতে পেয়েছিল ম্যাথিউ-র বেশ কয়েকজন সহকর্মী। ঘটনাস্থলে ছুটে আসে তারা। গুরুতর জখম জয়কে হাসাপাতে ভর্তি করার আগেই মৃত্যু হয়।
এরপর মহিলার পরিবারের তরফে স্থানীয় একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ম্যাথিউ-কে গ্রেফতার করে ফ্লোরিডার পুলিশ। গত শুক্রবার অর্থাৎ ৩ নভেম্বর সেই মামলায় দোষী সাব্যস্ত করা হয় ম্যাথিউকে।
আরও পড়ুন- নিজের নামে স্টেডিয়াম-ট্রেন লাইন বানাই না! নাম না মোদিকে তো.প মমতার