দক্ষিণ আফ্রিকাকে বড় রানে হারিয়ে কী বললেন জাড্ডু?

0
4

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পযর্ন্ত ৮টি ম‍্যাচের মধ‍্যে আটটিতেই জয় ভারতীয় দলের। টিম ইন্ডিয়ার ব‍্যাটার থেকে বোলার সবাই নিজের সেরা ছন্দে রয়েছেন। ব‍্যাটিং-এ যেমন দলকে ভরসা দিচ্ছেন রোহিত-বিরাট-শ্রেয়স-রাহুলরা। তেমনই বল হাতে দলকে ভরসা দিচ্ছেন জাদেজা-বুমরাহ-শামি-কুলদীপরা। একই পারফরম্যান্স দেখা যায় গতকাল ইডেনের ম‍্যাচেও। ব‍্যাট হাতে যেমন শাষন করেছেন বিরাট-শ্রেয়সরা। তেমনই বল হাতে দাপট দেখান জাড্ডু-শামিরা। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নেন জাদেজা। আর এই ম‍্যাচের পর বাকি দলগুলির উদ্দেশ্যেও একপ্রকার আগাম হুঁশিয়ারি দেন জাদেজা।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মলনে জাড্ডু বলেন,” সামনের ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চাইব, ভারতের বিরুদ্ধে খেলতে নেমে যেন বিপক্ষ দলগুলো চাপে পড়ে যায়।” এরপরই দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ নিয়ে জাদেজা বলেন,”আমরা জানতাম কলকাতায় আমরা এমন উইকেট পাব যা ধীরগতির এবং স্পিনারদের জন্য উপযোগী। তাই আমরা সেই মানসিকতা নিয়ে ম্যাচে নেমেছি। ইডেনে বাউন্স বরাবরই কম।”

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাওয়ার পরই প্রতিপক্ষকে খোঁচা দেন আরেক বোলার মহম্মদ শামি। শামি বলেন,”প্রতি ম্যাচে ৪০০ রান করা দলের হাল দেখো।”

চলতি বিশ্বকাপে ভারতের সব ক্রিকেটার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ও শুভমন গিল ভাল শুরু করছেন। তার পরে হাল ধরছেন বিরাট কোহলি।

আরও পড়ুন:ইডেনে ম‍্যাচ শেষে ফের একবার মাঠে বিরাট, কিন্তু কেন? ছবি ভাইরাল