শীত পড়ার আগেই সুন্দরবনের (Sunderban) লোকালয়ে দেখা মিলল বাঘের (Tiger)। দিনকয়েক আগেই ঠাকুরান নদী ও জগদ্দল নদীর সংযোগস্থলে পাথরপ্রতিমার দিন্দাপাড়া সংলগ্ন রক্সিন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। আর সেই আশঙ্কাই সত্যি হল। শেষমেশ দেখা মিলল দক্ষিণরায়ের। রবিবার বিকেলেই নদীর পাড় লাগোয়া রাস্তায় স্থানীয়দের নজরে আসে বাঘটি। তবে বাঘ দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সকলে ঘরে ঢুকে পড়েন।
এরপর স্থানীয়দের থেকে খবর পেয়ে রাতেই বন দফতরের রামগঙ্গা রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরা চলে আসেন। এসে পৌঁছয় গোবর্ধনপুর উপকূল থানার পুলিশও। এরপর রাতভর জঙ্গল ও নদীর তীরবর্তী এলাকায় পাহারা দেন বনকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। কিন্ত এখনও পর্যন্ত বাঘটিকে জাল ফেললেও ধরা যায়নি বলে খবর। এদিকে শীতের মরশুমে সুন্দরবনে ভিড় জমান পর্যটকরা। সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু শীত পড়ার আগে সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বন দফতর।
স্থানীয়দের অভিযোগ, বুধবার থেকে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন তাঁরা। কখন যে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে এই আতঙ্কে দিন কাটছে। বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউই।