দেশের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ “মার্লিনের সেরা পুজো২০২৩” আয়োজন করেছিল। এই নিয়ে পঞ্চম বর্ষে পা দিল এই উদ্যোগ। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সঙ্গে দুর্গাপুজোর আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯এ এই উদ্যোগ শুরু করেছিল।
প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পুজো পরিক্রমার আয়োজন করেছিল।বিশিষ্ট অভিনেত্রী অপরাজিতা আঢ্য, উশষি রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী,সপ্তমী এবং অষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন।
এদিন মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা, সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০ টাকা নগদ পুরস্কার জিতেছে। হাওড়ার হাউজিং কমপ্লেক্স মার্লিন ওয়াটারফ্রন্ট দ্বিতীয় পুরস্কার সহ নগদ ৩৫,০০০ টাকা জিতেছে। হাউজিং কমপ্লেক্স মার্লিন সাফায়ার তৃতীয় পুরস্কার সহ নগদ ২৫,০০০ টাকা জিতেছে। মার্লিন বিভিন্ন বিভাগের জন্য অন্যান্য হাউজিং কমপ্লেক্সগুলিকেও স্বীকৃতি দিয়েছে।
মার্লিন এস্পায়ার সেরা পরিবেশবান্ধব পূজো এবং মার্লিন ক্রেস্ট পরিবেশ সচেতনতা বিভাগে সেরা পুজো হিসাবে পুরস্কার পেয়েছে। মার্লিন ভসুন্ধরা ঐতিহ্যবাহী সাবেকি পূজোর পুরস্কার ছিনিয়ে নিয়েছে। মার্লিন ওয়ার্ডেন লেকভিউ সেরা সামাজিক পূজোর পুরস্কার পেয়েছে। মার্লিন টুইনস সেরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের জন্য পুরস্কার পেয়েছে। সেরা প্রতিমা বিভাগে মার্লিন গ্রুভ পুরস্কার ছিনিয়ে নিয়েছে। মন্ডপ সজ্জার দিক থেকে সেরা হয়েছে মার্লিন উত্তরা। মার্লিন আইল্যান্ড সেরা নিরাপত্তা ও সতর্কতা বিভাগে তাদের ব্যবস্থার জন্য স্বীকৃতি পেয়েছে। মার্লিন লউরেল গারডেন সেরা সৃজনশীলতার জন্য এবং মার্লিন ফিফথ এভিনিউ সেরা অলংকরণের জন্য স্বীকৃতি পেয়েছে। মার্লিন লিগাসি সেরা সংগঠক বিভাগে পুরস্কার পেয়েছে।
মার্লিন এমারাল্ড চমৎকার আলোকসজ্জার জন্য সেরা পুরস্কার পেয়েছে এবং মার্লিন গংগোত্রী সেরা উদ্ভোদক হিসাবে পুরস্কার জিতেছে। মার্লিন দ্য ওয়ান নিজেদের সেরা রুপে আত্মপ্রকাশ করে পুরস্কার পেয়েছে।
পুরস্কার বিতরণের সময় মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, “আমরা মার্লিনে ২০১৯ সালে ‘মার্লিনের সেরা পুজো’ পুরস্কার চালু করেছিলাম। যাতে পশ্চিমবঙ্গের মার্লিন হাউজিং কমপ্লেক্স জুড়ে আমাদের মূল্যবান বাসিন্দাদের বাংলার সেরা উতৎসব দুর্গাপুজোর আয়োজন করতে উৎসাহিত করা যায়। গত ২ বছর কোভিড এর কারণে আমারা সমস্ত প্রোটোকল কঠোরভাবে মেনে দুর্গাপুজোর আয়োজনে আমাদের বাসিন্দাদের উতৎসাহ এবং উচ্ছ্বাস অনুভব করতে পেরেছিলাম। এবছরও আমদের সেরা পুজো ২০২৩ করতে পেরে খুব ভাল লাগছে। পুজো উদযাপন করতে সমবেত আমাদের মূল্যবান বাসিন্দাদের মধ্যে বন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী বছরগুলিতে এই উদ্যোগটি আরও বড় পরিসরে জাঁকজমকের সাথে উদযাপন করব।”





































































































































