চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন এবং সেমিফাইনালে দলে ফিরবেন বলে আশার সঞ্চার হচ্ছিল। অবশেষে শনিবার সকালে এল দুঃসংবাদ। চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই বিশ্বকাপের (CWC 2023) আগামী ম্যাচেও অলরাউন্ডার হার্দিককে পাচ্ছেনা রোহিতরা। যদিও ইতিমধ্যেই বদলি হিসেবে কোন প্লেয়ারকে নেওয়া হবে তাঁর নাম ঘোষনা হয়ে গেছে। এরপরই অস্বস্তি বাড়ছে ভারতীয় শিবিরে(Team India)।


বিশ্বকাপে এখন সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সাতটা ম্যাচে অপ্রতিরোধ্য রোহিত -বিরাটরা। এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারতীয় ক্রিকেট দলে হার্দিক না থাকায় অলরাউন্ডারের একটা সমস্যা তৈরি হয়েছিল। কারণ এখনও পর্যন্ত ৫ বোলার নিয়ে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। মনে করা হচ্ছিল যে সেমিফাইনালে যদি হার্দিক টিমে যুক্ত হয়ে যান তাহলে কিছুটা হলেও চিন্তা কমবে। তবে এবার হার্দিকের পরিবর্তে পেসার প্রসিদ্ধ কৃষ্ণার (Prasiddha Krishna) নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। যেখানে শার্দুল ঠাকুর তো দলে রয়েইছেন এবং তিনি ষষ্ঠ বোলার হিসেবে খেলতে পারেন, তাহলে কেন অতিরিক্ত পেসার নেওয়া হল? অলরাউন্ডারের বদলি কি অন্য কোনও অলরাউন্ডার হতে পারত না – ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।







































































































































