শনিবারের সকালে শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট (Train service interrupted)। বালিগঞ্জ স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। আপাতত শিয়ালদহ (Sealdah Division) আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সারাইয়ের কাজ শুরু হওয়ায় কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে বলে রেলের তরফে মাইকিং করে জানানো হয়েছে। যদিও বজবজ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে খবর।

আজ সকাল ন’টার কিছু সময় পরে এই দুর্ভোগ শুরু হয়। প্রথমে আপ ও পরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্যানিং, নামখানা, বারুইপুর, সোনারপুর বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ এই রুটে যাতায়াত করেন। ফলে স্টেশনে এসে বিপাকে নিত্যযাত্রীরা। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।






































































































































