নেপালের ভূমিক.ম্পে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা!

0
2

মধ্যরাতের কম্পনে বিধ্বস্ত পড়শি রাষ্ট্র নেপাল (Earthquake of Magnitude in Nepal)। কম্পনের অভিঘাত মাত্রা ছিল প্রায় ৬.৪। এখনও পর্যন্ত যা খবর তাতে মৃ.ত এবং আহ.ত মিলিয়ে সংখ্যাটা ২৫০ ছাড়িয়েছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বিল্ডিং। কম্পন এতটাই তীব্র ছিল যে তা অনুভূত হয় ভারতের বিভিন্ন রাজ্যে। মধ্যরাতে দিল্লি- এনসিআর, অযোধ্যা, লখনৌ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে। বাদ পড়েনি কলকাতাও (Kolkata)।

শুক্রবার রাত এগারোটার কিছু পরে আচমকাই ভূমিকম্প হয় নেপালে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে। একাধিক বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। ধ্বংসস্তূপ সরাতেই উদ্ধার হচ্ছে লাশের পাহাড়। এখনও পর্যন্ত ১২৮ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত প্রায় শতাধিক। পশ্চিম রুকুম এবং জাজারকোট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।