শহরের বুকে ফের যাদবপুরে ছায়া! সিনিয়রদের বিরু.দ্ধে অভি.যোগ আক্রা.ন্ত পড়ুয়ার

0
5

মহানগরীর বুকে ফের সিনিয়র দাদাদের ‘হামলা’য় আক্রান্ত এক কলেজ পড়ুয়া। পূর্ব কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের (First year student of Computer science)পড়ুয়াকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর পরিবারে লোকেরা। রামগড়ের (Ramgarh)বাসিন্দা ওই পড়ুয়ার বাবা এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার কথাও উল্লেখ করেছেন।

আক্রান্ত ছাত্রের বাবা বলছেন, পুজোর আগেই তাঁর ছেলের ওপর আক্রমণ হয়েছিল। সেই সময় কলেজের অনুরোধেই তাঁরা থানা পুলিশ করেননি। কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি। আক্রান্ত ওই পড়ুয়া গাড়ি চালিয়ে কলেজ থেকে ফেরার পথে তাঁর সিনিয়র দাদারা মাঝ রাস্তায় নামিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। প্রথম বর্ষের পড়ুয়ার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে ছেলের শারীরিক পরীক্ষার পর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানাচ্ছেন বাবা। এই ঘটনায় ফিরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং কাণ্ডের স্মৃতি।