রাজ্য পুলিশের (Police) শীর্ষ স্তরে বেশ কিছু রদবদল। মঙ্গলবার রাজ্যের তরফে এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। চারজন বদলি হয়েছে।

বিবেক সহায় ছিলেন ডিজি প্রভিশনিং পদে। তাঁকে ডিজি হোমগার্ড করা হয়েছে।

নটরাজন রমেশ বাবু ছিলেন রাজ্যের ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইংস-এর ডাইরেক্টর। তাঁকে এডিজি প্রভিশনিং করা হয়েছে।
ADG CIF জ্ঞানবন্ত সিংকে ইকোনমিক অফেন্স উইংস-এর ডাইরেক্টর করা হয়েছে।
জ্ঞানবন্তের জায়গায় এসেছেন অজয় নন্দ। তিনি রাজ্য টেলিকমিউনিকেশন-এর ADG ও IGP ছিলেন।
এটা রুটিন বদলি বলে প্রশাসনিক সূত্রে খবর।





































































































































