আমার ছেলেকে বি.ক্রি করতে চাই! যোগীরাজ্যে ফুটপাতে অসহায় বাবা, ভাই.রাল ছবি ঘিরে তুমুল নি.ন্দা

0
2

ফের প্রকাশ্যে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। উত্তরপ্রদেশে (Uttarpradesh) অভাবের জ্বালায় ছেলে বিক্রি করতে চেয়ে প্ল্যাকার্ড হাতে ফুটপাতে বসে বাবা। সামান্য কিছু জমি কিনতে চেয়েছিলেন। তার জন্য মহাজনের থেকে ঋণ নেন। কিন্তু সেই জমি তো কেনা হয়ইনি, উল্টে মহাজনের জুলুমে পুত্র সন্তান কোলে রাস্তায় ই-রিক্সা চালক।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) আলিগড়ে ফুটপাতে “ছেলে বিক্রি আছে। আমি আমার ছেলেকে বিক্রি করতে চাই“- প্ল্যাকার্ড হাতে বসেছিলেন ই-রিক্সা চালক রাজকুমার (Rajumar)। নিজের ছেলেকে ৫ -৬ লক্ষ যা টাকা পাওয়া যায়, তাতেই দিতে রাজি তিনি। এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই একটাই প্রশ্ন, কেন ছেলে বিক্রি করতে চান রাজকুমার?

জমি কেনার জন্য এক মহাজনের থেকে ৫০ হাজার টাকা ধার নেন রাজকুমার। অভিযোগ, মহাজনের চক্রান্তে জমি কিনতে পারেননি তিনি। এদিকে ঋণের দায়ে জীবন অতিষ্ট হয়ে ওঠে। টাকা তুলতে মহাজন নানা রকম অত্যাচার শুরু করেন বলে অভিযোগ রাজকুমারের। তাঁকে সপরিবারে একাধিক বার বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। এমনকী, রাজকুমারের ই-রিক্সাটিও মহাজন কেড়ে নেন। রাজকুমারের অভিযোগ, মহাজনরে বিরুদ্ধে থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। ইতিমধ্যেই ঋণের ৬হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। বাকি টাকাও ফেরানোর চেষ্টা করছিলেন। শেষে দিশাহার রাজকুমার নিজের ছেলেকেই বিক্রি করার সিদ্ধান্ত নেন। স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে ফুটপাতে বসে পড়েন রাজকুমার।

এই ছবি ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আক্রমণ করে অবিজেপি দলগুলি। এসপি প্রধান অখিলেশ যাদব তীব্র কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডলে লেখেন, এটাই প্রকৃত ‘অমৃতকাল’! এই ছবি ভাইরাল হতেই অভিযুক্ত মহাজনকে গ্রেফতার করা হয়। ছেলেকে নিয়ে রাজকুমারও বাড়ি ফিরে গিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।