থাইল্যান্ডে আগামী মাস থেকে ২০২৪ এর মে পর্যন্ত ভারত থেকে আসার জন্য ভিসা লাগবে না। আরও পর্যটকদের আকর্ষণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাইল্যান্ড সেপ্টেম্বরে চিনা পর্যটকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করেছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, থাইল্যান্ডে ২২ মিলিয়ন দর্শনার্থী ছিল। এখনও পর্যন্ত এই বিনামূল্যে ভিসা প্রদানের প্রকল্পটি, একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করা হচ্ছে।থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হল পর্যটন। এখানকার পর্যটনের অন্যতম প্রধান উৎস হল ভারতীয় পর্যটকরা। গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের মোট ২০ হাজার ভারতীয় পর্যটকের পা পড়েছিল,যা মোট পর্যটকের ২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল চিনা পর্যটকরা। সেপ্টেম্বরে ৮ হাজার চিনা পর্যটক বেড়াতে এসেছিলেন থাইল্যান্ডে।
আশা করা হচ্ছে বিনামূল্যে ভিসা দেওয়ার ফলে আগামী বছরে পর্যটকের সংখ্যা বেড়ে ৫০ হাজার হবে।প্রসঙ্গত, ভারতীয় নাগরিকদের এন্ট্রি ফি হিসেবে থাইল্যান্ড ২০০০ বাহত বা ৪,৪৫২ টাকা নেয়। সেই দেশে নেমেও ভিসার জন্য আবেদন করা যায়। একে বলা হয় ভিসা অন অ্যারাইভাল। এই ভিসা সেদেশে ১৫ দিনের জন্য বৈধ থাকে।





































































































































