বাসন্তী হাইওয়েতে বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত অন্তত ৬। বাসের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। মালঞ্চ শ্যামবাজার রুটের দুটি বাস একে অন্যের সঙ্গে রেষারেষি করতে গিয়ে এই কাণ্ড। আজ সকালের এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িকভাবে ব্যাহত যান চলাচল। অন্যদিকে গতকাল মধ্যরাতে শান্তিপুরের ফুলিয়ায় জাতীয় সড়কে কলকাতাগামী কলা বোঝাই ম্যাটাডোরকে উল্টো দিক থেকে আসা এক লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই ম্যাটাডোরের এক আরোহী মারা যান, গুরুতম জখম চালক।

পাশাপাশি নিউটাউনে একটি ট্রাভেলরদের গাড়ির সঙ্গে ম্যাজিক গাড়ির ধাক্কা লেগেছে বলে জানা যাচ্ছে। ওয়েস্টিন সিগনালের আগে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।






































































































































