বিশ্বভারতীর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ ফলক বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সোমবার কড়া ভাষায় বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা করেন তিনি।

সোমবার ফেসবুকে রীতিমতো ছন্দ মিলিয়ে ছড়া লেখেন অনুপম। আর সেখানেই বিদ্যুতের তুমুল সমালোচনা করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সম্পাদকের কথায়, পৌষ মেলা, দোল বন্ধ করেছেন উপাচার্য। প্রাক্তনী আশ্রমিকদের ‘পদাঘাত’ করেছেন। কবিগুরুর আদর্শ ‘চিৎপাত’ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে- অভিযোগ অনুপমের। ‘উপাচার্যের আরামকেদারা’কেই বিদ্যুৎ প্রাধান্য দিয়েছেন বলে মত বিজেপি নেতার।

আর এর জেরে বিদ্যুতকে শান্তিনিকেতন ছাড়ার কথাও বলেন অনুপম। লেখেন, ‘‘নিঃস্বার্থ ভাবে কখনও রবি ঠাকুরকে ভালবেসো। এ বার তুমি দুগ্গা দুগ্গা করে এসো।’’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অনুপম। সেখানে অধ্যাপনাও করেছেন। তবে পোস্টে কোথাও বিদ্যুৎ চক্রবর্তীর (Anupam Hazra) নাম উল্লেখ করেননি অনুপমও।
ফলক বিতর্কে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী। তিনি এই নিয়ে তীব্র আক্রমণ করেন। তাঁর নির্দেশই বিশ্বভারতীর বাইরে আন্দোলন করছে তৃণমূল। ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিদ্যুতের কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীও। এবার সেই তালিকায় নাম অনুপমের।





































































































































