খড়দহে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! প্র.তিবাদে থানার বাইরে বিক্ষো.ভ

0
2

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল টিটাগড় পুরসভা এলাকায়। নিহত যুবকের নাম আকাশ প্রসাদ। এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভে পুরপিতা ও তাঁর অনুগামীরা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সুত্রপাত রবিবার সকালে। অভিযোগ, এদিন টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী আকাশ প্রসাদকে মারধর করে একদল যুবক।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। তাঁর মাথায় চোট লাগে।

এর পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই বিকাশ ও তাঁর অনুগামীরা মৃতদেহ নিয়ে খড়দহ থানায় যান সঠিক বিচারের আশায়। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খড়দহ থানা এলাকায়।  পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও থমথমে এলাকা।

আরও পড়ুন- ম.র্মান্তিক ঘটনা, মাঠেই মৃ.ত্যু ২৯ বছরের খেলোয়াড়ের