বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজন। লক্ষ্মী বন্দনায় ব্যস্ত ছিলেন গৃহস্থ থেকে সেলিব্রিটিরা। তা সে রাজনীতিক হোন বা অভিনেতা-অভিনেত্রী, সকলেই ব্যস্ত ছিলেন লক্ষ্মী বন্দনায়। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্বামী, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
বাড়িতে প্রতি বছরই লক্ষ্মীপুজোর আয়োজন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার তৃণমূল নেতা কর্মীরা তো বটেই, অন্যান্য জায়গা থেকেই বহু দলীয় নেতৃত্ব আসেন এই পুজোয়। ঘরোয়া আয়োজনে সকাল থেকে পুজো ও শেষে সন্ধেয় সকলের মধ্যে ভোগ বিতরণ। সবমিলিয়ে সকাল থেকেই এদিন পুরোদমে লক্ষীপুজোয় ব্যস্ত সুদীপ-নয়না। নয়না বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রায় ২৫ বছর ধরে চলছে এই পুজো। এখানে সাবেকি সাজেই পুজো করা হয় দেবী লক্ষীর।
পাশাপাশি প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় সামিল হন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রায় ২৩ বছর ধরে এই পুজো করে আসছেন তিনি। পুজো উপলক্ষ্যে এদিন সব্যসাচী দত্তের বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লক্ষীবন্দনায় এক-দু কলি গানও এদিন করেন কুণাল। এককথায় লক্ষীপুজো উপলক্ষ্যে জমজমাট সব্যসাচী দত্তের বাড়ি।
নিজের বাড়িতে নিজেই লক্ষ্মীপুজো করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া নিজে বসে থেকে বাড়ির পুজোর তদারকি করেন সাংসদ মালা রায়ও।
আরও পড়ুন- মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ গাজায়, আরও বড় হা.মলার পথে ইজরায়েল