চলতি বিশ্বকাপে ফের হার পাকিস্তানের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হারে বাবর আজমের দল। এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন বাবরদের সামনে। যার ফলে শুক্রবার ম্যাচ হারের পর স্বাভাবিকভাবেই হতাশ পাক অধিনায়ক। বললেন,শেষটা ভালো করিনি আমরা। ম্যাচটা হেরে গোটা দল হতাশ।

ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বলেন,”ম্যাচটা জেতার একেবারে কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। শেষটা ভালোভাবে করতে পারিনি। গোটা দলের কাছে বিষয়টা খুব হতাশার। আমরা ম্যাচে খুব ভালো লড়াই করে ফিরে এসেছিলাম। তবে শেষ রক্ষা করতে পারিনি। ব্যাটিংয়ের সময়ে আমরা ১০-১৫ রান কম করেছি। যার ফল আমাদেরকে ভুগতে হল এই ম্যাচে শেষমেশ।আমাদের পেসাররা, স্পিনাররা দারুন লড়াই করেছে। তবে দুর্ভাগ্যবশত আজকে আমাদের দিন ছিল না। এটাও খেলার অঙ্গ। আমাদেরকে সেটা মেনে নিতে হবে।”

এরপরই বাবর আরও বলেন,” ডিআরএসে আম্পায়ার যদি ওটা আউট দিতেন শামসির এলবিডব্লিউ, তবে ম্যাচটা আমাদের দিকে ঘুরে যেত। সিদ্ধান্তটা আমাদের পক্ষে যেত। ম্যাচে সেটাও সম্ভব হয়নি। আমাদের এই ম্যাচ জয়ের সুযোগ ছিল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তী তিনটে ম্যাচে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। দেশের নাম উজ্জ্বল করতে যা যা করার দরকার সবটা করব। তারপর দেখা যাক না কি হয়।”
আরও পড়ুন:সৌরভকে টপকে গেলেন অরিজিৎ! সকলের চোখ মুর্শিদাবাদের ছেলের দিকে











































































































































