বিনোদনের (Entertainment news) বড়পর্দায় এবার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। অটল বিহারি বাজপেয়ী, নরেন্দ্র মোদি, জয়ললিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার আরেক রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন কাহিনী নিয়ে বায়োপিক (Biopic)তৈরি হতে চলেছে। বিহারের রাজনৈতিক ময়দানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে গোটা দেশের মানুষের আগ্রহ বরাবরই রয়েছে। একাধিক বিতর্কে জর্জরিত লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জীবনের অনেক অজানা কাহিনী এবার সিনেমায় ধরা পড়তে চলেছে। আর সেখানে নাম ভূমিকায় বিহারেই ভূমিপুত্র পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
আরজেডি (RJD) চিফের রঙিন রাজনৈতিক সফর থেকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সঠিকভাবে বড়পর্দায় তুলে ধরার কাজ সহজ নয়। তাই গত পাঁচ ছয় মাস ধরেই চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শোনা যাচ্ছে, প্রকাশ ঝায়ের সংস্থাই এই বায়োপিক প্রযোজনা করবে। যাদব পরিবারও ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে বলে শোনা যাচ্ছে। এমনকি তেজস্বী নিজেও কিছু অর্থ বিনিয়োগ করবেন বলে খবর। লালু প্রসাদের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। অবশেষে বিহারের ভূমিপুত্র পঙ্কজ ত্রিপাঠীকেই এই চরিত্রের জন্য নির্ধারণ করা হয়েছে বলে খবর। অভিনেতা এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে অভিনয় করেছেন। কবে থেকে শুটিং শুরু হবে পর্যন্ত তা এখনও জানা যায়নি।