টলি পাড়ার অনেকেরই মন ভেঙেছিল অনির্বাণ-মধুরিমার বিয়ের খবরে (Anirban Bhattacharya and Madhurima Goswami)। এবার বাস্তবের ঘর ভাঙছে মঞ্চের পরিচিত জুটির। তিন বছর বৈবাহিক সম্পর্কে থাকার পর অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামীর দাম্পত্যে চিড় ধরেছে বলে চারিদিকে ফিসফাস। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা পছন্দ করেন না অভিনেতা। কিন্তু এবার নীরবতা ভাঙলেন পর্দার বিজয় পোদ্দার।

পুজোতে ওটিটি এবং বড়পর্দায় অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) দাপট। যত দিন যাচ্ছে অভিনেতা তত বেশি করে নিজেকে প্রমাণ করছেন আর দর্শকের পছন্দের তালিকায় এক নম্বর হয়ে উঠছেন। অনির্বাণের মহিলা অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। মধুরিমার সঙ্গে বিয়ের ছবি প্রকাশে আসতেই তাঁদের সকলের মন ভেঙেছিল। এমনকি ‘বেমানান’ বলে মির্সেস ভট্টাচার্যকে কটুক্তি করতেও ছাড়েনি নেট দুনিয়া। এবার সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে পা বাড়িয়েছে। হঠাৎ করেই নায়কের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না মধুরিমার, নেপথ্যে উঠে এসেছে তৃতীয় ব্যক্তির নামও। কিন্তু এই নিয়ে খোলাখুলি মিডিয়ার সামনে আলোচনা করতে নারাজ অনির্বাণ। তাঁর কথায়, “এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয়। অন্তর থেকে চাইব, এটা হোক না হোক, বা যাই হোক সেটা যেন আমি আমার মধ্যে সমাধান করতে পারি।” অভিনেতা জানিয়েছেন যে কোন সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা সকলের কর্তব্য । তাই পরিস্থিতি যাই হোক না কেন, কোনও অভব্য আচরণের পথে তিনি হাঁটবেন না। এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালে আইনত স্বামী-স্ত্রী হয়েছিলেন অনির্বাণ- মধুরিমা। মাত্র তিন বছরেই কয়েক যোজন দূরত্ব তৈরি হল দুই গুণী শিল্পীর ব্যক্তিগত জীবনে। এবার তাঁরা আলাদা আলাদা পথের পথিক।






































































































































