পুজোর দিনে (Durga Puja) সাধারণ মানুষের সঙ্গে সেলেবদের কোনও পার্থক্য নেই। তাঁরাও এই কটা দিন যেন নিজেদের হাইপ্রোফাইল তকমা ঝেড়ে ফেলে বন্ধুত্ব আর প্রেমের খুনসুটিতে মেতে ওঠেন। সেই পথ ধরেই নায়িকাদের ‘ক্যাট ফাইট’ ছেড়ে সপ্তমীর দিন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং সোহিনী সরকার (Sohini Sarkar) যে রিল ভিডিও শুট করলেন, তা দেখে হইচই নেটপাড়ায়! স্যোশাল মিডিয়ায় খুল্লমখুল্লা প্রেম নিবেদন দুই নায়িকার।

একজন টলিউডের কদলীবালা’, অন্যজন এই মুহূর্তের ব্যস্ততম নায়িকা সত্যবতী। এবার পুজোর মরসুমে সেজেগুজে দুই নায়িকা স্বস্তিকা আর সোহিনীর মজার ভিডিও দেখে হেসে খুন অনুরাগীরা।খোঁপায় জবাফুল, কেতাদুরস্থ ফ্যাশন অবতারে ধরা দিলেন স্বস্তিকা। আর আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মুডে সোহিনী। দুই নায়িকার রিল ভিডিওর নেপথ্যে বাজছে পুরনো জনপ্রিয় গান ‘ পান খায় সাইয়া হামারা।’ গানের তালেই নাচতে নাচতে সোহিনীকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা। সেই ভিডিও শেয়ার করে সোহিনীর মন্তব্য- “তুমি তাকালেই হয়ে যাই বোকা।” কমেন্ট বক্সেই স্বস্তিকা উত্তর দিয়ে লেখেন ‘তোকে ভালবাসি’।






































































































































