বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করবে না: গ.র্জে উঠলেন অভিষেক

0
2

ফের বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়ে দেন, বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করবে না।

বারবার বাংলার জনগণ প্রত্যাখ্যান করছে বিজেপিকে। আর তারই যেন শোধ তুলছে কেন্দ্রের বিজেপি সরকার! বিভিন্নভাবে আটকে দেওয়া হচ্ছে বাংলার গরিব মানুষের হকের টাকা। দিল্লি থেকে কলকাতা ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে ঝড় তুলেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। তার জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। এই কারণেই বাংলার মানুষের টাকা আটকে আস্ফালন করছে মোদি সরকার। এমনকী কৃষি মন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের পাওনা দেওয়া হয়নি।

এই প্রতিবাদে পুজোর মধ্যেই গর্জে উঠলেন অভিষেক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করে করেনি এবং ভবিষ্যতেও করবে না।” এই থেকেই স্পষ্ট পুজোর পরে ফের আন্দোলন তীব্রতর করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।