মাস কয়েক আগে ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের কম্পিউটার আমদানির ক্ষেত্রে নানান বিধি নিষেধ জারি করেছিল মোদি সরকার। এবার
সম্পূর্ণ ইউ টার্ন নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট এবং বিশেষ কিছু ধরণের কম্পিউটার আমদানির ক্ষেত্রে নিজেদেরই জারি করা বিধিনিষেধ কিছুটা কমালো কেন্দ্রীয় সরকার।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই সামগ্রি আমদানি করতে গেলে আগেভাগে নথিভুক্ত করতে হবে এবং কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে তার সম্পূর্ণ তথ্য সহ সরকারকে জানাতে হবে। তবে কোনও লাইসেন্সের কথা উল্লেখ করা হয়নি।
গত ৩ অগাস্ট ল্যাপটপ, ট্যাবলেট এবং বিশেষ ধরণের কম্পিউটার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। দেশীয় সামগ্রির বাজার যাতে মন্দা না হয়,. তারজন্য এই বিধি নিষেধ বলে জানানো হয়। তবে এও জানানো হয়, এই সমস্ত সামগ্রি একান্তই আমদানি করতে চাইলে সরকারের থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। ১ নভেম্বর থেকে সেই লাইসেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত এবার প্রত্যাহার করা হল।
বৈদেশিক বাণিজ্য বিভাগের ডাইরেক্টর জেনারেল সন্তোষ কুমার সারানাগি জানিয়েছেন, নতুন অনলাইন যাচাই প্রক্রিয়া সরল করা হয়েছে।





































































































































