শিল্পার সংসারে ভা.ঙন! রাজের পোস্ট ঘিরে তুমুল জল্পনা

0
2

এত টানাপোড়েনর সময়ও স্বামীর পাশে ছিলেন। এবার কি রাজের হাত ছাড়লেন শিল্পা শেট্টি? রাজ কুন্দ্রার (Raj Kundra) এক্স হ্যান্ডেলের (X Handle) পোস্ট ঘিরে বিপুল জল্পনা। তাহলে কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন রাজ-শিল্পা!

নিজের এক্স হ্যান্ডলে রাজ লিখেছেন, ‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের নিজেদের মতো থাকতে সময় দিন।’’ ২০২১-এ প্রবল চাপে ছিল রাজ-শিল্পার সংসার। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হন শিল্পা শেট্টির (Shilpa Setthi) ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। জামিনে মুক্তি পাওয়ার পরেও বেশ কিছু দিন অন্তরালেই ছিলেন তিনি। হঠাৎই সাঙ্কেতিক বার্তা দিলেন রাজ। যার জেরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন রাজ কুন্দ্রা? শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে কি এবার ইতি! যদিও এ বিষয়ে স্পষ্ট করেননি রাজ। আর এবিষয়ে মুখে কুলুপ শিল্পার।

 

অনেকের আবার ধারণা এটা রাজের ছবি প্রচারের ফিকির।  নভেম্বরে আসছে রাজের ছবির ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন রাজ। তা নিয়েই এই পোস্ট। এখন শিল্পার তরফের বক্তব্যের পরেই বিষয় স্পষ্ট হবে।