রাজ্য সরকারের আবেদন মেনে আগামী ১০ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্যাংক (Bank) কর্তৃপক্ষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Future Credit Card) এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে ৮০ হাজার আবেদন অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিবদের সঙ্গে দুটি প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকেই আগামী ২ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সব ব্যাংকের শাখায় দুটি প্রকল্প নিয়ে বিশেষ প্রচার চালানো হবে বলে সরকারি সূত্রে খবর।
পাশাপাশি এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কুড়ি হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে ব্যাংকের প্রতিনিধিরা জানিয়েছেন। অনুমোদন পাওয়া আবেদনগুলোর দ্রুত ঋণ মঞ্জুরের জন্য রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব শুক্রবার এই নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।