গাজার হাসপাতালে মৃ.ত্যুর জন্য স.মবেদনা! চাপে পড়ে মেহমুদ আব্বাসকে ফোন মোদির

0
4

গাজার (Gaza) হাসপাতালে (Hospital) হামলার জের। অবশেষে বৃহস্পতিবার প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গাজার হাসপাতালে হামলার পর বুধবার সকাল থেকে গোটা দুনিয়া জুড়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লিও পরে প্রতিক্রিয়া দিয়েছে। তবে ইজরায়েল (Israel) ও হামাসের (Hamas) সংঘর্ষে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল মোদি সরকার। আর তা নিয়েই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছিল প্রশ্ন। এবার চাপের মুখে পড়ে বৃহস্পতিবার প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)।

পরে টুইট করে প্রধানমন্ত্রী আল আহলি হাসপাতালে গাজার সাধারণ মানুষের মৃত্যুর জন্য সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মানবিকতার স্বার্থে প্যালেস্টাইনকে সবররকম সাহায্য পাঠাবে ভারত। পাশাপাশি এদিন সন্ত্রাসবাদের প্রসঙ্গও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ ও হিংসাকে বরদাস্ত করে না তা জানিয়েছেন আব্বাসকে। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন মোদি। তবে মেহমুদ আব্বাসকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্যালেস্তাইনের সঙ্গে নয়াদিল্লির যে দীর্ঘ সম্পর্ক এবং এ ব্যাপারে ভারতের যে অবস্থান ছিল তা অটুট রয়েছে ও থাকবে।

তবে রাজনৈতিক মহলের মতে, শুধু ঘরোয়া রাজনীতির চাপ নয়, এ ব্যাপারে নয়াদিল্লির উপর পশ্চিম এশিয়ার চাপও ছিল। জ্বালানির জন্য পশ্চিম এশিয়ার উপর এখনও ভারত নির্ভরশীল। সেই কারণে ভারসাম্য রেখে চলা ছাড়া অন্য কোনও উপায় নেই। আর সেই বিষয়কে মাথায় রেখেই অবশেষে মেহমুদ আব্বাসকে ফোন করলেন মোদি।