লরির সঙ্গে মুখোমুখি সং.ঘর্ষ, ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দু.র্ঘটনা

0
2

চতুর্থীর রাতে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে
দুর্ঘটনার কবলে পড়ল এক পরিবার। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। ঘটনা বাঁকড়া হাওড়া-আমতা রোডে।

জানা গিয়েছে, বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বুধবার রাতে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কার্তিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভোরে বাড়ি ফেরার পথেবাঁকড়ার হাওড়া আমতা রোডে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চারজনকে হাসপাতালে পাঠায়। লরি ও গাড়িটিকে আটক করা হয়েছে।