ফের খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) ছাত্রের (Student) রহস্যজনক মৃত্যু (Mysterious Death)। বুধবার ভোরে হস্টেলের (Hostel) ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রের ঝুলন্ত দেহ। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুমে ওই ছাত্র থাকতেন বলে খবর। সেখান থেকেই উদ্ধার হয় ছাত্রের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ চন্দ্র, তেলেঙ্গানার (Telengana) বাসিন্দা। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। এদিন তাঁকে নিজের হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখার পরই দ্রুত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে ঠিক কী কারণে ওই ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।

তবে এই প্রথম নয়, ছাত্র মৃত্যু নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে খড়গপুর আইআইটি-কে। ঠিক এক বছর আগে এমন অক্টোবর মাসেই এক ছাত্রের পচা-গলা দেহ উদ্ধার হয় আইআইটি-র হস্টেল থেকে। ওই মৃত্যুর ঘটনায় মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।









































































































































