১) বিশ্বকাপে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাট ক্যামিন্সের দল। এদিন লঙ্কানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল অজিরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভাল হয়নি।
২) রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। রবিবার কোনও কর্মসূচি না থাকলেও, সোমবার সকাল থেকে একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সন্ধ্যায় সময় কাটান ইস্টবেঙ্গল এফসি ফুটবলারদের সঙ্গেও।
৩) অবশেষে প্রতিক্ষার অবসান। অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট।
৪) ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। ম্যাচ হবে টি-২০ ফর্ম্যাটে। আর এই খবরে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ চোপড়া। নীরজ বলেন,” দারুণ খবর। ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত শক্তিশালী। তাই অলিম্পিক্সে ক্রিকেট ভারতীয়দের জন্য আনন্দের ব্যাপার।
৫) সোমবার শাকিবের চোট নিয়ে মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। বললেন আগের থেকে অনেক ভালো আছেন শাকিব। এই নিয়ে এদিন মাহমুদ বলেন, “শাকিবের অবস্থা আগের থেকে ভাল। ব্যথা নেই। কিন্তু মঙ্গলবার অনুশীলনের পরেই পুরো ছবিটা পরিষ্কার হবে। উইকেটে মাঝে দৌড়নোরও কথা রয়েছে।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ