পুজোর সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস

0
2

পুজোর (Durga Pujo) সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) শুষ্ক থাকবে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে রবিবার থেকেই বাড়ছে অস্বস্তিকর গরম। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আগামী পাঁচদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় (Temperature) উল্লেখযোগ্য কোনও বদল আসবে না।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে থাকতে পারে পারদ। এদিকে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের দেখা মিলবে না। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর আগে রবিবার কলকাতার সর্বোচ্চ পারদ চড়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৫ শতাংশ।