পুজোর কাউন্টডাউন শুরু। সকালে পটুয়াপাড়া থেকে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেবী। ভোর থেকে তর্পণ চলছে, রাতে সূর্যগ্রহণ। যদিও সারাদিনই অস্বস্তিকর গরম আর প্রচন্ড রোদের তাপে দগ্ধ হচ্ছেন আমজনতা। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, সূর্যের তেজ জানান দিচ্ছে আগামী কয়েকটা দিন ঝড় বৃষ্টির কোন সুযোগ নেই। কিন্তু সত্যিই কি তাই? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)ঠিক কী বলছে? এল নিনো নিয়ে (El Nino Effect) বাড়ছে আশঙ্কা।

এক সপ্তাহও বাকি নেই বাঙালির দুর্গাপুজোর। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ১০-১২ দিন রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হালকা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও পুজোর পরে নভেম্বরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে পৃথিবীর ৭৫ থেকে ৮০ শতাংশের মতো এল নিনোর প্রভাব পড়তে পারে। এর ফলে প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেতে পারে৷






































































































































