রাত পোহালেই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে এই ম্যাচের আগে সমর্থকদের মধ্যে একটাই প্রশ্ন। পাকিস্তানের বিরুদ্ধে কি খেলবেন শুভমন গিল। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,” শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।” আর রোহিতের এই কথা থেকেই স্পষ্ট, আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন হয়তো খেলবেন।

বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি প্রথম দুটো ম্যাচ। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম্যাচ খেলতে পারেননি শুভমন। প্লেটলেট কমে যাওয়ার ফলে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্রের খবর, আহমেদাবাদে পৌঁছে অনুশীলনও করছেন তিনি।
আরও পড়ুন:প্রতীক্ষার অবসান, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে











































































































































