কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শ্রদ্ধার্ঘ্য স্বর্ণমুদ্রা “মোহর একশো”

0
2

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষের শুভ সূচনা হলো। শান্তিনিকেতনে শিল্পীর বাসভবন প্রাঙ্গনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এর সূচনা হয়।উপস্থিত ছিলেন ট্রাস্টের পক্ষে বীথিকা মুখোপাধ্যায় ,রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা মুখোপাধ্যায়, সৈকত সিংহ রায়, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা প্রমুখ।

কিংবদন্তি শিল্পীর ডাক নাম ছিল মোহর। সেই নামকে সম্মান জানিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করল স্বর্ণমুদ্রা “মোহর একশো”। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে কণিকা জন্মশতবর্ষ উদযাপন। সৈকত সিংহ রায় জানান, এই বাসভবনে গড়ে তোলা হবে কণিকা বন্দ্যোপাধ্যায় আর্কাইভ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মোহন সিং, প্রমিতা মল্লিক, স্বাগতালক্ষী দাশগুপ্ত, রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রবুদ্ধ রাহা, অলক রায় চৌধুরী প্রমুখ। স্মৃতিচারণ করেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, শিল্পীর আত্মজীবনীকার অলোকপ্রসাদ চট্টোপাধ্যায় ,পাঠ করেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপন করেন চৈতালি দাশগুপ্ত।