মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলীধরনকে কলকাতায় বদলি!

0
4

চলতি বছরের মাঝে মাঝে সময় থেকেই মণিপুরে (Manipur) গোষ্ঠী হিংসা শুরু হয়। একের পর এক উদ্বেগজনক ঘটনার ছবি প্রকাশ্যে আসতে থাকে। মুখে কুলুপ এঁটে বসেছিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government)। তৎকালীন সময়ে মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এমভি মুরলীধরন (MV Murlidharan)। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘তফসিলি জনজাতি’ মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি, যা ঘিরে পরবর্তীতে কুকি জনজাতিদের বিক্ষোভ থেকে হিংসার সূত্রপাত হয়েছিল। এবার সেই বিচারপতিকে কলকাতা হাইকোর্টে আনা হচ্ছে।


বিচারপতিদের নিয়োগ এবং বদলির দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে বিচারপতি মুরলীধরন মাদ্রাজ হাই কোর্টে বদলির আবেদন জানিয়েছিলেন। এবার তাঁকে পূর্ব ভারতেরই বৃহত্তম হাই কোর্টে বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম। গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (ATSUM)-এর কর্মসূচি ঘিরে অশান্তি শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার। মহিলাদের সঙ্গে বর্বরোচিত আচরণ করা হয়েছে। লজ্জায় মুখ ঢেকেছে গোটা দেশ। এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মাঝেই ইম্ফল থেকে কলকাতায় আসছেন মুরলীধরন।