বালিগঞ্জ স্পোর্টিং অ্যাসেসিয়েশনে এবার মন জয় করবে ‘গ্রামবাংলায় জ্যোতির্লিঙ্গ’

0
2

চন্দন বন্দ্যোপাধ্যায়

বাতাসে আগমনীর সুর। বালিগঞ্জ স্পোর্টিং অ্যাসেসিয়েশনের এবারের দুর্গা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। নিষ্ঠা ও প্রাচীন রীতি মেনেই দেবী বন্দনা করা হয় এখানে। আর সেই মতোই দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এই পুজো এবার ৫৭ বছরে পদার্পণ করল।মাত্র দু বছর তারা থিমের পুজো করছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আর তাতেই রীতিমতো নজরকাড়ছে এই পুজো।

এবারের থিমেও আছে চমক।থিমের নাম ‘গ্রাম বাংলায় জ্যোতির্লিঙ্গ’।লোহার কাঠামোর ওপর কঞ্চি, বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। তাতে আটকানো হচ্ছে প্লাই এবং চট। তার এপর প্রলেপ দেওয়া হচ্ছে মাটির। আচমকা দেখলে মনে হবে, শহরের যান্ত্রিকতাকে দূরে সরিয়ে আপনি একটুকরো গ্রাম বাংলায় চলে এসেছেন।

সপ্তমী, অষ্টমী এবং নবমীতে প্রায় হাজারখানেক দর্শনার্থীকে ভোগ বিতরণের ব্যবস্থাও করা হয়।যা এখানে পুজো দেখতে আসা দর্শনার্থীদের কাছে বাড়তি পাওনা।এই পুজোর অন্যতম আকর্ষণ ‘কুমারী পুজো’। যা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। ওয়ার্কিং প্রেসিডেন্ট দীপাঞ্জন মুখোপাধ্যায় জানিয়েছেন,এমন থিমের ভাবনার নেপথ্যে আছে মানুষের মাঝে গ্রাম বাংলার পরিবেশটা ফিরিয়ে দেওয়া।মা কুঁড়েঘরে থাকবেন ঠিকই, আর তাকে ঘিরে থাকবে ১২ টি জ্যোতির্লিঙ্গ। তাদেরও পুজো হবে ধুমধাম করে। এলাকাবাসীর সঙ্গে মন্ডপে আসা দর্শনার্থীদেরও সপ্তমী, অষ্টমী ও নবমী ভোগ বিতড়ণ করা হবে এবারও। থাকছে প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। থিমের পুজো করলেও, মায়ের আরাধনায় কোনও খামতি থাকে না এখানে। সেদিকে কড়া নজর রাখেন তারা।

সবমিলিয়ে এবারেও শহরবাসীর মন জয় করা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পুজো মন্ডপে।