হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় (Durga Puja)। তবে এর মধ্যেই বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সাফ জানিয়েছে, পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা (Monsoon)। তবে বৃষ্টি না হলেও বাড়বে অস্বস্তিকর গরম। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়াবে সেই বৃষ্টিপাতের (Rainfall) পরিমাণও কমবে।

তবে আপাতত কয়েকদিন একেবারে ঝকঝকে থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়বে অস্বস্তি। পাশাপাশি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণ কমবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে আপাতত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যত সময় গড়াবে ধীরে ধীরে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টিপাত।









































































































































