তদন্তের জন্য আরও সময় চায় ইডি! দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রত-মামলা

0
4

ফের পিছল গরু পাচার মামলার (Cow Smuggling Case) শুনানি। বুধবার দিল্লি হাই কোর্টে (Delhi High COurt) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা (Enforcement Directorate) জানান, তদন্তের কাজ শেষ করার জন্য তাঁদের আরও সময় প্রয়োজন। কারণ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য একটি মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন। আর সেকারণেই এই মামলার শুনানি আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপরই দিল্লি হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন তিহার জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত অগাস্ট মাসেই গ্রেফতার করা হয় অনুব্রতকে। তারপরই তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে অনুব্রত মামলার জট কেন এখনও কাটছে না? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এত সময় পেরিয়ে গেলেও কেন এই মামলার সুরাহা করতে পারছে না তা নিয়ে এর আগেও বহুবার রীতিমতো আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তবে বুধবার দিল্লি হাই কোর্টে গরু পাচার মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়।