ফের কম্পন আফগান ভূমিতে! বুধের সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল আফগানিস্তানের (Earthquake in Afghanistan) ।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বলছে, উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন (Magnitude Earthquake)অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে মনে করা হচ্ছে। যদিও এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
চার দিন আগেই গত শনিবার ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে, ধসে যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর। পরপর তিনটি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি মানুষ। এরপরে আজ আবার কম্পন অনুভূত হল আফগানিস্তানে।