হলদিয়ার অনসূয়া আবাসনে বহিরাগতদের হামলায় আক্রান্ত আবাসনের ২ বাসিন্দা। রবিবারের ঘটনা। জানা গিয়েছে, ওই আবাসনের বাসিন্দা সন্দীপ সিং নামের এক যুবক কিছু বহিরাগত যুবকদের সাথে নিয়ে আবাসনেরই ছাদে মাদক সেবন করছিল। এই ঘটনার প্রতিবাদ করেন আবাসনের বাসিন্দা তরুণ বেরা। কিন্তু এতে বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবকরা। ওই ব্যক্তির মেয়ের শরীরেও ধারালো অস্ত্রের কোপ মারে যুবকরা। আহতদের তৎক্ষণাৎ হলদিয়া মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তৎক্ষণাৎ মূল অপরাধীকে গ্রেফতার করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আবাসনের বাসিন্দারা।
আরও পড়ুন- কামদুনি মামলায় সুপ্রিম দ্বারস্থ রাজ্য! দায়ের স্পেশাল লিভ পিটিশন, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা




































































































































