বিজেপিকে ‘মনরেগা’-র আসল অর্থ বোঝালেন অভিষেক

0
3

অমৃতকালে মনরেগার অর্থ এবার খানিকটা স্পষ্ট হয়ে গেল। মনরেগার কথাটির আসল অর্থ বোঝালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিন দিন ধরে কলকাতার রাজপথে শান্তিপূর্ণ ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি বাংলার বকেয়া আদায়।

অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে MGNREGA কথাটির ব্যাখ্যা করে #Amritkaal দিয়ে জানান
M- Modi
G- Government
N- Neglecting
R- Rural
E- Employment
G- Growth
A- Aspirations

মনরেগা কথাটির পুরো অর্থ হল, মহত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা আইন। বাঙলা নিজের বকেয়া না পাওয়ায় অভিষেক এর ব্যাখ্যা করে জানালেন, “গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির আকাঙ্খাকে অবহেলা করছে মোদি সরকার।‘

আরও পড়ুন- বাংলার পাশাপাশি এবার প্রবাসের পুজোকেও ‘বিশ্ববাংলা শারদ সম্মান’, ২৬ তারিখ জেলায় কার্নিভাল: ইন্দ্রনীল