১) প্রথম ম্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। ডেঙ্গি আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হয়ত খেলতে পারবেন না শুভমন। কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে সেটাও পরিষ্কার নয়। তাহলে প্রশ্ন হল, রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন?

২) এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত। আর ফলে নজির গড়ল ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসে এবার নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা।

৩) প্রকাশিত হয়ে গেল ২০২৩-২৪ আইলিগের ক্রীড়াসূচি। ২৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইলিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ২৯ অক্টোবর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ।
৪) জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করল পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল ৮১ রানে। পাকিস্তানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রিজওয়ান এবং সৌদ শাকেল। দুজনেই করেন ৬৮ রান।
৫) এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের। ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। ভারতের হয়ে জোড়া গোল হরমনপ্রীতের। একটি করে গোল অভিষেক, অমিত রুহিদাস এবং মনপ্রীত সিং-এর।
আরও পড়ুন:জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু পাকিস্তানের, নেদারল্যান্ডসকে হারাল ৮১ রানে










































































































































