এশিয়ান গেমসে ফের সোনা, কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জয় ভারতের

0
4

এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা।

এদিন এশিয়ান গেমসে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের মধ্যে। প্রথম সেটে পিছিয়ে পরে কামব‍্যাক করে টিম ইন্ডিয়া। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। শেষ সেট জিততেই হত ভারতকে। এই পরিস্থিতিতে চাপ সামলে দেশকে এশিয়ান গেমস থেকে ১৯তম পদক এনে দেন মহিলা কম্পাউন্ড তীরন্দাজেরা। শেষ সেট ভারতীয় দল জেতে ৫৯-৫৮ পয়েন্টে। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করেন জ্যোতিরা।

তীরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ডে সোনা জিতেছিলেন জ্যোতি, অদিতি এবং পারনীত। বিশ্ব ক্রমপর্যায় তাঁরাই রয়েছেন শীর্ষ স্থানে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ