১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তারই প্রতিবাদে মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূলের। এই মঞ্চ থেকেই মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের মিডিয়া সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। জানালেন, “বাংলায় যাদের টাকা আপনি চুরি করেছেন, তারা তাদের প্রাপ্য টাকা ফেরত নিতে এসেছে।” এরই সঙ্গে সুর চড়িয়ে দেবাংশু বলেন, “আজ দিল্লিতে আপনি যেটা দেখছেন সেটা সবে শুরু। ২৪-এর লড়াই এখনও বাকি।”

একইসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংকে আক্রমণ শানিয়ে দেবাংশু বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানালেন সিবিআই তদন্ত করাবেন। তা আপনি করান। কিন্তু আপনি যদি সত্যি হন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখা করতে চেয়েছিলেন তখন আপনি পালালেন কেন? আপনার যদি সাহস থাকে তবে সামনে এসে কথা বলুন।” মোদিকে তোপ দেগে তিনি আরও বলেন, “২০১৪ থেকে আমরা দেখছি দেশে গরিবের জন্য কিছু হয় না। যা কিছু হয় সব মোদির বন্ধু শিল্পপতিদের জন্য হয়। গরিব তার হকের দাবি জানালে অন্য পথে তাঁকে ব্যস্ত করে দেওয়া হয়। যেমন হঠাৎ নোটবন্দি, এনআরসি, আধার প্যান লিঙ্ক করো। আমরা দৌড়চ্ছি আর মোদি ৮ হাজার কোটির প্লেন চড়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আসার সময় টাকা আগাম নিয়েও যাওয়ার দিন ট্রেন বাতিল করা হল। বাসে আসার সময় উত্তরপ্রদেশের ৫-৬ জায়গায় আটকে দেওয়া হল। বাস পিছু টাকা তুলল যোগীর পুলিশ, দিল্লিতে আসার পরও ঝামেলা। রাজঘাটে আমাদের উপর হামলা চালানো হল। এবং যন্তর মন্ত্ররে সভার অনুমতি মিলল আজ সকালে। তবে চিন্তা নেই ২০১৪ সালে ইঁদুর থেকে বাঘ হয়েছে মোদি, আবার সময় এসেছে বাঘ থেকে মোদিকে ইঁদুর বানাবে জনতা।”











































































































































