জগন্নাথ দেবের দর্শনের পর আর ফেরা হল না বাড়ি। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ আজ থেকে পূর্ব রেলের সূচি পরিবর্তন, দূরপাল্লার একাধিক ট্রেনের সময়েও বদল
রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমাড়িতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেশ কয়েকজন বাসে চড়ে পুরী গিয়েছিলেন। শনিবার পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছিল পযটকবোঝাই বাসটি।ফেরার পথে নারায়ণগড়ের উকুনমাড়ির কাছে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। যাত্রীদের মধ্যে ৪০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
হাসপাতালে ১১ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের স্থানান্তিরত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় নারায়ণগড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন চালক তা নিয়ে তন্তে নেমেছে পুলিশ।




































































































































