দুর্গাপুরের (Durgapur) বিধাননগরের আসিয়ানা আবাসনে এখন শুধুই বিস্ময় বালকের আলোচনা। ২ বছর ৯ মাসের শিশু পুত্রের নাম অর্নিবেদ চৌধুরী (Anirbed Chowdhury)। এখনও পর্যন্ত ভাল করে মুখের বুলি ফোটেনি কিন্তু গড়গড়িয়ে বলে যাচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম। অবলীলায় গেয়ে ফেলছে জাতীয় সংগীতও । গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে বছরের বারো মাসের নাম – সবটাই তার ঠোটস্থ। মাত্র ৬০ সেকেন্ডে ৩১ টি দেশের মুদ্রার নাম বলেই ইন্ডিয়া, এশিয়া ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসেও (International book of records) ইতিমধ্যেই নাম তুলে ফেলেছে দুর্গাপুরের বিস্ময় বালক অর্নিবেদ।
খুদেকে নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। মা পাপড়ি চৌধুরী জানিয়েছেন, কোনওদিনই আলাদাভাবে কিছু করেননি। ছোট থেকে ছেলেকে ঘুমপাড়ানোর জন্য অনেক কিছু বলতেন। কিন্তু পরে গিয়ে বুঝতে পারেন যে তাদের ছেলে এতটাই মেধাবী যে এত কম বয়সেই সবকিছু সে নিজের মেমোরিতে সাজিয়ে রাখতে পারছে। অর্নিবেদের এই কাণ্ডকারখানায় অবাক হয়ে গেছেন আত্মীয়রাও। সকলেই বলছেন ছোট বয়সেই যার এত মেধা, সেই শিশু বড় হয়ে সকলের নাম উজ্জ্বল করুক ।







































































































































