দুদিন আগে লাইনচ্যুত হয়ে মথুরা প্ল্যাটফর্মে উঠে গিয়েছিল ইএমইউ ট্রেন। মঙ্গলবার রাতের ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আহতও হন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় মূহূর্তে ভাইরাল হয়ে যায় ভয়ংকর দুর্ঘটনার ভিডিও। আর এবার প্রকাশ্যে এল আরও একটি ভিডিও। যেখানে অপারেটরের গাফিলতি এবং অবহেলা স্পষ্ট হয়ে গিয়েছে।
এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। আর তারই মধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেনের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, লোকো পাইলট নিজের ডিউটি শেষে ট্রেনের ইঞ্জিন কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর শচীন নামের এক রেলকর্মী ভিডিও কল করতে করতেই কেবিনে প্রবেশ করেছেন। এর পর অতি অবহেলার সঙ্গে সটান ইঞ্জিনের থ্রটলের উপর নিজের পিঠের ব্যাগটি রাখেন তিনি। আবার ব্যস্ত হয়ে যান ভিডিও কলে।
থ্রটলের উপর ব্যাগ রাখার কারণেই ঘটে যাবতীয় বিপত্তি। ব্যাগের চাপেই থ্রটলটি সামনের দিকে এগিয়ে যায়। আর তার জেরেই এগিয়ে যায় ট্রেন এবং ইঞ্জিনের অনেকটা অংশ মথুরা প্ল্যাটফর্মে উঠে যায়।যদিও এই ঘটনার ভিডিও যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তেজপ্রকাশ আগরওয়াল জানান, ইতিমধ্যেই শচীন-সহ মোট পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তিনি জানা গিয়েছে, মোবাইল হাতে কেবিনে প্রবেশের সময় মদ্যপ অবস্থায় ছিলেন শচীন। তাঁর রক্তের নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মথুরা স্টেশন ডিরেক্টর সঞ্জীব শ্রীবস্তব জানিয়েছেন, যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের প্রত্যেকেই মদ্যপ ছিলেন এবং ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করছিলেন। স্বাভাবিক ভাবেই এ ঘটনায় রেলকর্মীদের গাফিলতির ছবিটা পরিষ্কার।পুরো বিষয়টিতে রেল কড়া পদক্ষেপ নিতে চলেছে।



































































































































