৫ রাজ্যে নির্বাচনের আগে গোষ্ঠীদ্ব.ন্দ্বে জেরবার বিজেপি, চিন্তায় মোদি-শাহ

0
2

পাঁচ রাজ্যের নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির(BJP)। বিধানসভা নির্বাচনে(Assembly Election) দলীয় কোন্দল সামাল দেওয়াই চ্যালেঞ্জ মোদি সরকারের। দলের মধ্যে উপদলই পদ্মে কাঁটা ফোটাচ্ছে। অবস্থা এতটাই গুরুতর যে ভোটমুখী মধ্যপ্রদেশে(Madhya Pradesh) চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের(Shivraj Singh Chauhan) উপরেও যে দল আস্থা রাখতে পারছেন না তা স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। চলতি বছরের শেষের দিকে যে ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তারমধ্যে রয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো দুটি বড় হিন্দিভাষী রাজ্য। আর এই দুটি রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পদ্ম শিবির। মধ্যপ্রদেশে দু দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেও, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরবে না বিজেপি। সূত্রের খবর, গোষ্ঠীকোন্দল চাপা দিতেই এই কৌশল নিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশের ক্ষেত্রে অমিত শাহ জানিয়েছেন, ভোটে জিতলে তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে ।

কংগ্রেস এবং রাজ্যভিত্তিক দলগুলিকে ক্রমাগত স্বজনপোষণের অভিযোগে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদি। তবে রাজ্যে রাজ্যে বিজেপি নেতাদের সন্তান বা অন্যান্য আত্মীয়দের প্রার্থী করায় সেই আক্রমণের ধার এখন অনেকটাই কমাতে বাধ্য হচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের নিজেদের মধ্যেই পরিবারবাদ এতটা প্রকট যে এবার সেই পথ থেকে সরে আসতে চাইছে পদ্ম শিবির বলেই সূত্রের খবর। দুদফার প্রার্থী তালিকায় এখনও রাখা হয়নি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। তাঁর বিরুদ্ধে ব্যপক দুর্নীতির অভিযোগ বিজেপি শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে। তাই সেখানে তিন কেন্দ্রীয় মন্ত্রী এবং চার সংসদকে প্রার্থী করতে হয়েছে বিজেপিকে । বিশেষ করে যে আসনগুলিতে গতবারের বিধানসভা নির্বাচনে দলের পরাজয় হয়েছিল, সেই আসনগুলিতে বিভিন্নস্তরের নেতাকে প্রার্থী করা হচ্ছে। এদিকে, মধ্যপ্রদেশে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন দলেরই কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি সংবাদমাধ্যমে বলেন, “আমি এতে খুশি নই। আমার ভোটে লড়ার কোনও ইচ্ছা ছিল না, ১ শতাংশও ইচ্ছা ছিল না। আমি একজন প্রবীণ নেতা হয়ে হাতজোড় করে ভোট চাইব। আমার শুধু প্রচারে যাওয়ার পরিকল্পনা ছিল।”

এদিকে রাজস্থানেও বসুন্ধরা অস্বস্তি বিজেপিকে চিন্তায় রেখেছে। মরুরাজ্যে আবার মুখ্যমন্ত্রীত্বের দৌড়়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যসভার সাংসদ খিড়োরী লাল মিনা, লোকসভার সাংসদ দিয়া কুমার, রাজ্যবর্ধন সিং রাঠোর, সুখবীর সিং জৌনপুরিয়া। আবার বসুন্ধরা রাজের পক্ষে অন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধায়কের আসনে বসা সম্ভব নয়। ফলে দুই রাজ্যেই কে মুখ্যমন্ত্রী হবেন সেই চাপে জেরবার পদ্ম শিবির।