সিভিক ভলান্টিয়ারদের ভু.য়ো বেতন বিল! জালে আলিপুরদুয়ারের পুলিশ কনস্টেবল

0
3

পুলিশের জালেই কনস্টেবল। আর্থিক দুর্নীতির অভিযোগ। রবিবার, রাতেই দীপঙ্কর সরকার (Dipankar Sarkar) নামে ওই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ (Police)। অভিযুক্ত আলিপুরদুয়ারের (Alipurduwar) জেলা পুলিশ সুপারের অফিসে পুলিশ কর্মীদের বেতনের বিল তৈরি করার কাজ করতেন। তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

আলিপুরদুয়ারের জেলা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বেতনের তালিকা করে ট্রেজারি অফিসে জমা দেওয়ার দায়িত্ব ছিল কনস্টেবল দীপঙ্করের (Dipankar Sarkar)। প্রতি মাসে কোনও না কোনও সিভিক ভলান্টিয়ার অনুপস্থিত থাকতেন। তাঁদের বেতনের বিল হওয়ার কথা নয়। কিন্তু অভিযুক্ত কনস্টেবল সেই সব অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের নামেও বিল করতেন। শুধু তাই নয়, জাল বিলে আত্মীয়দের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে ট্রেজারি অফিসে পাঠিয়ে দিতেন দীপঙ্কর!

এর জেরে টাকা ঢুকত কনস্টেবলের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। এভাবেই তাঁর হাতে আসতে সরকারি অর্থ। জেলা পুলিশ সূত্রে খবর, এক-দু মাস নয়, ৪-৫ বছর ধরে এই দুর্নীতি চালাতেন দীপঙ্কর।

আরও পড়ুন: ইডির দেওয়া লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দেহপ্রকাশ বিচারপতি সিনহার

সম্প্রতি কোচবিহারে এমনই এক দুর্নীতির খবর সামনে আসে। তার পরেই তদন্ত শুরু হয়।  আলিপুরদুয়ারে এই আর্থিক তছরুপের ঘটনা নজরে আসে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “তদন্ত শুরু হয়েছে। দীপঙ্কর সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা প্রতারণা করেছে ওই পুলিশকর্মী। অফিসের সফটওয়্যারে অ্যাকাউন্ট নম্বর বদলে এই দুর্নীতি করেছেন ওই কন্টেবল।” কিন্তু এই বিলগুলিতে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর ছিল না, সেটা কেন নজরে পড়েনি। পুলিশ সুপার বলেন, এই বিষয়টি নজর এড়িয়ে গিয়েছিল।