এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ জয় ভারতের। এদিন দ্বিতীয় একদিনের ম্যাচে ৯৯ রানে জিতল কে এল রাহুলের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৯ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ১৭ ওভার কমিয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে পাহাড় সমান রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল, শ্রেয়াস আইয়রের দুরন্ত শতরান। ১০৪ রান করেন শুভমন। ১০৫ রান করেন শ্রেয়াস। ৫২ রান করেন কে এল রাহুল। ৭২ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ৩১ রান করেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন ক্যামারুন গ্রীন। একটি করে উইকেট নেন হ্যাজলউড,অ্যাবোট এবং অ্যাডাম জাম্পা।

জবাবে ব্যাট করতে নামলে ২১৭ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৫৩ রান করেন ওয়ার্নার। শূন্য রানে আউট হন স্মিথ। ২৭ রান করেন লাবুশানে। ৫৪ রান অ্যাবোটের। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন মহম্মদ শামি।
আরও পড়ুন:মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত










































































































































