এবার প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক আধিকারিক। অ্যাকাউন্ট থেকে দুই দফায় প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এরপরই তমলুক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যাঙ্ক আধিকারিক।

কর্মসূত্রে তমলুকে বিগত ৬ বছর ধরে বাস করেছেন মহারাষ্ট্রের নাগপুর এলাকার বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত। তমলুক শাখার একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মরত তিনি। জানা যায়, চলতি মাসের ১৯ তারিখ তাঁর ফোনে একটি ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি বলেন, তাঁর ব্যবহৃত দুটি ক্রেডিট কার্ডের লিমিট দ্রুত শেষ হচ্ছে বলে সতর্ক করা হয়। সেই সঙ্গে দুটি ক্রেডিট কার্ডেই বার্ষিক চার্জ লাঘু হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু তাতেও কোনওভাবেই বিচলিত না হয়ে ব্যাঙ্ক ম্যানেজার ফোন কেটে দেন। এই ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁর মোবাইলে দুটি ওটিপি আসে বলে খবর। মুহূর্তেই তাঁর দুটি ক্রেডিট কার্ড থেকে ৯৯,৫০০ ও ৯০ হাজার করে দুদফায় মোট ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়। এরপরই তমলুক থানার দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন- ৪ রাজ্যে নির্বাচনে জয়ের দাবি! I.N.D.I.A নাম নিয়ে ফের মোদিকে ক.টাক্ষ রাহুলের




































































































































